বন্দনা ভট্টাচার্য, হুগলি: ফেক অ্যাকাউন্ট থেকে বিজেপি মন্ডল সভানেত্রীর সম্বন্ধে কুরুচিকর অপপ্রচার চলছিল দীর্ঘদিন ধরে। পুলিশে অভিযোগ জানিও কোন ফল না হওয়ায়, থানা ঘেরাও করে বিজেপি। ঘটনাটি হুগলির চন্দননগর থানা সংলগ্ন এলাকার। অভিযোগ, অরিঞ্জিতা সিনহা নামে এটি প্রোফাইল থেকে দীর্ঘদিন ধরে চন্দননগর মন্ডল সভানেত্রীর নামে কুরুচিকর অপপ্রচার চালানো হচ্ছিল। বিজেপির অভিযোগ শাসকদলের কোন ব্যক্তি মহিলার ছবি দেওয়া এই প্রোফাইল থেকে এই অপপ্রচার চালাচ্ছে। পাঁচ দিন আগে দক্ষিণ চন্দননগরের মন্ডল সভানেত্রী চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ তার কোন ব্যবস্থাই নেয়নি সেই কারণেই শুক্রবার দুপুরে চন্দননগর রানীঘাট থেকে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা এটি বিক্ষোভ মিছিল বার করে এবং থানা ঘেরাও করে। বেশ কিছুক্ষন ঘেরাও করে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরাতে এলে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।অভিযোগ, পুলিশের আঘাতে যখম হয় বিজেপির এক মহিলা কর্মী। এরপরই আন্দোলনকারীরা চন্দননগর স্ট্যান্ড রোড অবরোধ করে। প্রায় দেড় ঘন্টা অবরোধ করার পর পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে বিজেপির একটি প্রতিনিধি দল চন্দননগর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে একটি স্মারকলিপিও জমা করে । এই প্রসঙ্গে বিজেপি নেতা গোপাল চৌবে জানিয়েছেন যে এই ফেক অ্যাকাউন্টটি থেকে মহিলাদের নামে যে কুৎসা করা হচ্ছে তার জন্য চন্দননগরের বিধায়কের মদত রয়েছে। পুলিশ এর কোন ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছেন গোপালবাবু। চন্দননগর মহিলা মোর্চার সভানেত্রী পিয়া পাত্র বিশ্বাস জানান, চন্দননগরের মহিলারাই যেখানে সুরক্ষিত নয়, সেখানে রাজ্যে মহিলাদের কি সুরক্ষা আছে। ২০২৩ সাল থেকে একটা ফেক একাউন্ট থেকে চন্দননগর মন্ডল সভানেত্রী সম্বন্ধে কুরুচিকর অপপ্রচার চালানো হচ্ছে, একাধিকবার পুলিশকে জানিও কোন ফল হয়নি। তবে এদিন চন্দননগর থানার আধিকারিক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মন্ডল সভানেত্রীর সম্বন্ধে কু-রুচিকর মন্তব্য, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির।

- Advertisement -