Friday, August 29, 2025
Ad

Python গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার বিশাল অজগর সাপ।

Must read

নিঃস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এমনিতেই পুরুলিয়ার একটা বড়ো অংশ জঙ্গল-পাহাড়ে ঢাকা। তাই বিভিন্ন ধরনের পশু ও প্রাণী থাকা স্বাভাবিক। তবে এবার একেবারে প্রকাশ্য লোকালয়ে বিরাট আজগর সাপ। গৃহস্থের বাড়ির ভেতরে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়‌ এলাকায়। ঘটনাটি ঘটেছে, বলরামপুর থানার অন্তর্গত বলরামপুরের হাঁসপুর শিয়াল ছ্যাঁকা মোড়ে এক ব্যক্তির বাড়িতে। সাপটিকে উদ্ধার করে বলরামপুর বন দফতরের কর্মীরা। এইদিন প্রথমে পরিবারের সদস্যরা তাদের বাড়ির ঝোপের মধ্যে অজগরটিকে দেখতে পায়। ‌ এত বড় আকৃতির অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার।‌

এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বলরামপুর বনবিভাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বলরামপুর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ‌ প্রায় আধ ঘন্টার চেষ্টায় ঝোপের মধ্যে থেকে অজগরটি উদ্ধার করেন তারা।বলরামপুর বন দফতর সূত্রে জানা গিয়েছে , সাপটি লম্বায় প্রায় ৭ ফুট, ওজন আনুমানিক ১৪ কেজি। অর্থাৎ বলা যেতে পারে সাপটি বিশাল আকৃতির। ‌সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বনবিভাগ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article