Monday, October 20, 2025
Ad

Mahabharat মহাভারতের অল্প পরিচিত কাহিনী।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

কর্ণের জন্ম ও মৃত্যু রহস্য Birth & death of Karna Mahabharat

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: মহাভারতের Mahabharat বীর কর্ণ কুন্তীর গর্ভে সূর্যদেব ও কুন্তীর মিলনের ফলে জন্মগ্রহণ করেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের হাতে তার মৃত্যু হয়। কুন্তীর কুমারী অবস্থায় সূর্যদেবকে মন্ত্রের মাধ্যমে আহ্বান করায় ও সন্তানে জন্ম নেওয়ায় তাঁর জন্ম হয়েছিল। পরে কুন্তী সন্তানটিকে একটি বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেন এবং এক সারথি তাকে লালন-পালন করে বড় করে তোলে। কর্ণের যুদ্ধে তার রথের চাকা মাটিতে আটকে গেলে অর্জুন তাকে হত্যা করেন।

কর্ণের জন্ম

পিতা ও মাতা:
কর্ণের পিতা ছিলেন সূর্যদেব এবং মাতা ছিলেন কুন্তী।
জন্মের কারণ:
কুন্তী যখন কুমারী ছিলেন, তখন তিনি দুর্বাসা মুনির কাছ থেকে প্রাপ্ত একটি মন্ত্র বলে কৌতূহলবশত সূর্যদেবকে আহ্বান করেন। মন্ত্রের প্রভাবে সূর্যদেব কুন্তীর সামনে উপস্থিত হন এবং তাদের মিলনে কর্ণের জন্ম হয়।

পরিত্যাগ:
কুন্তী তার অবিবাহিত অবস্থায় সন্তানের জন্ম হওয়ায় লজ্জায় ও ভয়ে শিশু কর্ণকে একটি মোম দেওয়া বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেন।
কর্ণের মৃত্যু
মৃত্যুক্ষেত্র Mahabharat
কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন কর্ণের মৃত্যু ঘটান

মৃত্যুর কারণ

যুদ্ধে অর্জুন যখন তার রথের চাকা খুলে দিতে চেষ্টা করছিলেন, তখন কর্ণ ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন। এই সুযোগে অর্জুন মারাত্মক আক্রমণ করে কর্ণকে হত্যা করেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article