Counterfeit money
সাকিফ হোসেন, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা সন্দেশখালীর ধামাখালিতে, একটি গেস্ট হাউস থেকে প্রায় দশ লক্ষ জাল টাকা উদ্ধার হয়। ঘটনায়, সন্দেশখালি থানার পুলিশ আগে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে, নতুন করে আবার একজনকে গ্রেফতার করে অভিষেক তিওয়ারি কে। তাকে মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি জাল টাকার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ানোর চার জন। পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্য থেকে এই জাল টাকা ছাপিয়ে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হতো বলে এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, সন্দেশখালি জাল নোট কাণ্ডে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। নাগপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অভিষেক তিওয়ারি কে। ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে সন্দেশখালিতে। ধৃত অভিষেক তিওয়ারি কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা। দিল্লিতেও বাড়ি রয়েছে ধৃত অভিষেক তিওয়ারির।