Friday, August 29, 2025
Ad

Stray dog পথকুকুরকে খাওয়ানোর অপরাধে মহিলাকে বেদম মার যুবকের।

Must read

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: গত বেশ কিছুদিন ধরেই পথকুকুর আলোচনার শিরোনামে। সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে সরব হয়েছে অনেকেই। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট রাস্তায় কুকুর মুক্ত করার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতেই গাজীয়াবাদে ঘটলো ওই ঘটনা। পথকুকুরদের খাওয়ানোর ‘অপরাধে’ চড় খেলেন এক মহিলা। অভিযোগ, গাজিয়াবাদের ওই মহিলাকে মাত্র ৩৮ সেকেন্ডে পরপর ৮টি চড় মারেন কমল খান্না নামের ওই যুবক! কমলকে আটক করেছে পুলিশ। পথকুকুরদের বিষয়ে নিজের আগের রায় সংশোধন করেছে সুপ্রিম কোর্ট। সেদিন রাতেই গাজিয়াবাদের রাস্তায় নির্ধারিত জায়গায় পথকুকুরদের খাওয়াচ্ছিলেন ইয়াশিকা শুক্লা নামে এক মহিলা। সেই সময়ে কাছের একটি আবাসন থেকে বেরিয়ে আসেন কমল।

অভিযোগ, ইয়াশিকাকে কুকুরদের খাওয়াতে দেখেই এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন ওই মহিলাকে। মাত্র ৩৮ সেকেন্ডের মধ্যেই ৮বার ইয়াশিকাকে চড় মারেন কমল!প্রত্যক্ষদর্শীরা জানান, মার খাওয়ার সময়ে ওই মহিলা তাঁর সঙ্গীকে ঘটনার ভিডিও করতে বলেন। তা শুনে পালটা হুমকি দিয়ে কমলও বলেন, “ভিডিও করুন”। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই মহিলা। কমলের আবার অভিযোগ, তাঁকেই আগে মেরেছেন ইয়াশিকা। শুক্রবার নিজের রায় সংশোধন করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না। শীর্ষ আদালত জানাল, টিকা দেওয়ার পরে পথকুকুরদের আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে পুরনো এলাকায় ফেরত পাঠানো যেতে পারে। দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায়ের পরই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবাদ জানান পশুপ্রেমীরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article